Sunday, July 15, 2018

দুলাল চক্রবর্তী

হারিয়ে গেছে

আমার জীবন যৌবনের অপমৃত্যু হয়েছে অনেক আগেই।

স্বপ্নের বাসর ছিলো আলো ঝলমল
আজ যেটা অন্ধকারে ঢাকা।

শীতের শিউলি ফোটে আর ঝরে
গন্ধ পাইনা আর।
যৌবনের অপমৃত্যু হয়েছে।

বিষাদের ভাষা যেন বাঁধ মানেনা,
কাশফুলে যেন আর সাদা রং লাগেনা,
দিক্ভ্রান্ত কোন পাখি যেন আর
পথ খু্ঁজে পায়না
নীড়ের উদ্দেশ্যে

বাঁধভাঙা স্রোত আর
নজরে আসেনা।

ফুলে ফুলে উঠেনা জলের ঢেউ
মরা গাঙে আর বান আসেনা ৷
অনেক বসন্ত যেন অজান্তে
গেছে চলে।

যৌবনের মৃত্যু হয়েছে
অনেক আগেই,
ফিরবেনা আর কোনদিন।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...