Saturday, July 21, 2018

শেখ সামসুল হক

বৃষ্টি প্রার্থনা

বৃষ্টি বৃষ্টি খেলায় মেতে উঠছে
বেলাবেলি চলন বিল উত্তাল
আনন্দ ছোঁয়ার দিকে হাত বাড়ায়
জ্যৈষ্ঠের বিকেল অবাক চোখে খুঁজে
লৌহ কপাট খোলার কৌশল যত
পারা না পারা কথার করাত কলে
চৌচির হবার ভাবনা এখন
আর নেই কাছে বৃষ্টির প্রার্থনা
ভিজে ভিজে ক্লান্তির কুয়াশা অদৃশ্য
আবেগের ঝাউ পাতা হেসে বলছে
এমন হলে মন্দ কি এই মধুমাসে
প্রকৃতি জুড়ে খামাখা অট্টহাসি ছুঁড়ে
ব্যথার জটাজালে আটকে থাকা
চাইনে চাই নীপবনের ডাক
প্রহর গুণে গুণে চট জলদি
হাওয়া রোদে চলি ফিরি বেশতো
বৃষ্টি ধ্বনি উচ্চস্বরে চিৎকার করে
খুনে লাল হয় হোক বিশ্ব চরাচরে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...