বৃষ্টি প্রার্থনা
বৃষ্টি বৃষ্টি খেলায় মেতে উঠছে
বেলাবেলি চলন বিল উত্তাল
আনন্দ ছোঁয়ার দিকে হাত বাড়ায়
জ্যৈষ্ঠের বিকেল অবাক চোখে খুঁজে
লৌহ কপাট খোলার কৌশল যত
পারা না পারা কথার করাত কলে
চৌচির হবার ভাবনা এখন
আর নেই কাছে বৃষ্টির প্রার্থনা
ভিজে ভিজে ক্লান্তির কুয়াশা অদৃশ্য
আবেগের ঝাউ পাতা হেসে বলছে
এমন হলে মন্দ কি এই মধুমাসে
প্রকৃতি জুড়ে খামাখা অট্টহাসি ছুঁড়ে
ব্যথার জটাজালে আটকে থাকা
চাইনে চাই নীপবনের ডাক
প্রহর গুণে গুণে চট জলদি
হাওয়া রোদে চলি ফিরি বেশতো
বৃষ্টি ধ্বনি উচ্চস্বরে চিৎকার করে
খুনে লাল হয় হোক বিশ্ব চরাচরে।
No comments:
Post a Comment