Friday, July 20, 2018

সুস্মিতা রায়

পরিপূরক

এই যে আমি
রোজ খাচ্ছি,দাচ্ছি,ঘুমোচ্ছি ---
কিংবা ভালো না লাগলেও ভান করে
নিজেকে ককটেল করছি,
আমি তো জানি না কতটা 'আমি' ভেঙ্গে 'তুমি' পাওয়া যায়!

ও হ্যাঁ আরো কিছু বলার ছিল
মন-মগজের দোটানায় যা কিছু ঝাপসা
তার সবটাই না এক একটা 'আমি'
কি ! বিশ্বাস হচ্ছে না ! ছুঁয়ে দেখুন
বুঝবেন সর্বাঙ্গে আমার কতটা 'তুমি' লেপ্টে !

শুনবেন তো শুনবেন আবার নাক সিঁটকোবেন
বলি কি ---
হো হো অট্টহাসিতে দয়া মানায়,হিসেব একেবারেই নয়
রাতের আকাশের দিকে তাকিয়ে রোজ হিংসে উড়াই,
আর ভাবি কতটা 'আমি' ভেঙ্গে 'তুমি' হওয়া যায় !

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...