Friday, July 20, 2018

সুস্মিতা রায়

পরিপূরক

এই যে আমি
রোজ খাচ্ছি,দাচ্ছি,ঘুমোচ্ছি ---
কিংবা ভালো না লাগলেও ভান করে
নিজেকে ককটেল করছি,
আমি তো জানি না কতটা 'আমি' ভেঙ্গে 'তুমি' পাওয়া যায়!

ও হ্যাঁ আরো কিছু বলার ছিল
মন-মগজের দোটানায় যা কিছু ঝাপসা
তার সবটাই না এক একটা 'আমি'
কি ! বিশ্বাস হচ্ছে না ! ছুঁয়ে দেখুন
বুঝবেন সর্বাঙ্গে আমার কতটা 'তুমি' লেপ্টে !

শুনবেন তো শুনবেন আবার নাক সিঁটকোবেন
বলি কি ---
হো হো অট্টহাসিতে দয়া মানায়,হিসেব একেবারেই নয়
রাতের আকাশের দিকে তাকিয়ে রোজ হিংসে উড়াই,
আর ভাবি কতটা 'আমি' ভেঙ্গে 'তুমি' হওয়া যায় !

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...