Wednesday, July 25, 2018

সম্রাট পাল

মৃত্যু 

বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতে চাইলে


কিছু আবছা লাল রঙ ঘিরে ধরে আকাশের বুক


রক্ত ধোয়া জল নীলিমায় ছড়িয়ে দিয়েছে ভয়াল শকুনের পাখা

তারপর ক্রমশ রাত নামে


ঘনীভূত হয় অন্ধকার

মানুষ এভাবেই শুয়ে পড়ে মৃত্যুর কাছে

আবার ভোর হয়!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...