Wednesday, July 25, 2018

সম্রাট পাল

মৃত্যু 

বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতে চাইলে


কিছু আবছা লাল রঙ ঘিরে ধরে আকাশের বুক


রক্ত ধোয়া জল নীলিমায় ছড়িয়ে দিয়েছে ভয়াল শকুনের পাখা

তারপর ক্রমশ রাত নামে


ঘনীভূত হয় অন্ধকার

মানুষ এভাবেই শুয়ে পড়ে মৃত্যুর কাছে

আবার ভোর হয়!

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...