নগ্নতা
কে তুমি ?
মেলেনি উত্তর
সেই প্রত্যুষে
স্নান রতা অবিনশ্বর মানবীর গায়ে
বসন ছিল না এতটুকুও |
নগ্নতার পঞ্চশরে
ছিল না রক্তের দাগ ,
পুষ্পিত যাপনে
শুধু বিস্মিত পল
নতুন কাব্য লিখে চলেছে |
শব্দের সৌরভে
ভাসছিলো মেঘ
বৃষ্টিতে ধুয়ে দিচ্ছিলো
অমোঘ চিতাভস্ম ,
ভিজে যাচ্ছিলো রতি
নতজানু নশ্বরের কাছে
এ এক অবাক গীতগোবিন্দম
পুড়ে যাচ্ছে , পুড়িয়ে দিচ্ছে শব |
কে তুমি ?
উত্তর মেলে নি এখনো .
No comments:
Post a Comment