Wednesday, July 18, 2018

ড. শৌভিক বাগচী

নগ্নতা


কে তুমি ?
মেলেনি উত্তর

সেই প্রত্যুষে
স্নান রতা অবিনশ্বর মানবীর গায়ে
বসন ছিল না এতটুকুও |
নগ্নতার পঞ্চশরে
ছিল না রক্তের দাগ ,
পুষ্পিত যাপনে
শুধু বিস্মিত পল
নতুন কাব্য লিখে চলেছে |
শব্দের সৌরভে
ভাসছিলো মেঘ
বৃষ্টিতে ধুয়ে দিচ্ছিলো
অমোঘ চিতাভস্ম ,
ভিজে যাচ্ছিলো রতি
নতজানু নশ্বরের কাছে
এ এক অবাক গীতগোবিন্দম
পুড়ে যাচ্ছে , পুড়িয়ে দিচ্ছে শব |

কে তুমি ?
উত্তর মেলে নি এখনো .

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...