Wednesday, July 25, 2018

সামিন শুভ

পাশাপাশি তোর


আমাতে আমি আজ আর খুঁজে পাইনা
নিজেকে হারিয়ে দিয়েছি বহুদূর,
তোর রাঙা ঠোটে ডুবিয়েছি অন্তর-আত্মা
তোর তুলো পায়ের সেই সোনালি নূপুর।


আমি ভালোবাসিরে বড্ড ভালোবাসি
তোকে ছাড়া মন পিঞ্জর উদাসীন,
তুই পাশে নাই কেমন খালি খালি আমি
তোকে ছাড়া যেন জীবন মলিন।


আমি যাব সাথে তোর প্রেমে বিভূর
তোর হাতের আঙ্গুল করে আলিঙ্গন,
তোর পাশাপাশি থেকে পায়ে পা রেখে
 যন্ত্রণার চিঠিগুলি রাঙা জ্বালিয়ে দহণ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...