Wednesday, July 25, 2018

সামিন শুভ

পাশাপাশি তোর


আমাতে আমি আজ আর খুঁজে পাইনা
নিজেকে হারিয়ে দিয়েছি বহুদূর,
তোর রাঙা ঠোটে ডুবিয়েছি অন্তর-আত্মা
তোর তুলো পায়ের সেই সোনালি নূপুর।


আমি ভালোবাসিরে বড্ড ভালোবাসি
তোকে ছাড়া মন পিঞ্জর উদাসীন,
তুই পাশে নাই কেমন খালি খালি আমি
তোকে ছাড়া যেন জীবন মলিন।


আমি যাব সাথে তোর প্রেমে বিভূর
তোর হাতের আঙ্গুল করে আলিঙ্গন,
তোর পাশাপাশি থেকে পায়ে পা রেখে
 যন্ত্রণার চিঠিগুলি রাঙা জ্বালিয়ে দহণ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...