Friday, July 20, 2018

পার্থ ঘোষ

ত্রাণ

এখানে ধুলি ঝড় নেই,বন্যা আছে
অফুরন্ত জল, ঘোলা পানি
কতটা ভেসে গেলে গ্রাম,শহর,
আধা মফস্বল - সেনা নামে?

বিপদসীমা লঙ্ঘন করেছে চেতনা,
মানুষ তবুতো শ্বাপদের ন্যায় ঘোরে
কোন সীমা সে- মেনেছে কবে?

বানভাসি আমাদের বোধ, জাগরী অহর্নিশ।

সেনা আসে, সেনা যায়, গ্রাম ও শহর,
আধা মফস্বল - আজও ত্রাণ চায় কেবল।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...