Friday, July 20, 2018

পার্থ ঘোষ

ত্রাণ

এখানে ধুলি ঝড় নেই,বন্যা আছে
অফুরন্ত জল, ঘোলা পানি
কতটা ভেসে গেলে গ্রাম,শহর,
আধা মফস্বল - সেনা নামে?

বিপদসীমা লঙ্ঘন করেছে চেতনা,
মানুষ তবুতো শ্বাপদের ন্যায় ঘোরে
কোন সীমা সে- মেনেছে কবে?

বানভাসি আমাদের বোধ, জাগরী অহর্নিশ।

সেনা আসে, সেনা যায়, গ্রাম ও শহর,
আধা মফস্বল - আজও ত্রাণ চায় কেবল।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...