Wednesday, July 25, 2018

প্রসেনজিৎ দে

ফেরারি পথ

                     

বিচ্ছেদ যদি হওয়ার ছিল -
তাহলে কেন নিজেকে এক-সুতোয়
বাঁধতে গেলে ? আমিতো সুখ চাইনি ।
না চাওয়া দুঃখটায় যে আজ পড়ে রইল ! 

সময়ের সংলাপে রোজ এক-ঘা মেরে 
নিশ্চুপে রাত কাটানো কঠিন হলেও 
আজ সহজ বলতে সেটাই মনে হয় , 
ভিজে যাওয়া বালিশে মাথা রেখে ।

জানতো এখন আর হঠাৎ করে 
ঘুম ভাঙে না , রাতজাগা জোনাকী
আর রাতজাগা প্রহরীর মতো 
রাতের ঘুম কোথায় যেন আড়াল হয়েগেছে ! 

ভোরের দেখা স্বপ্নগুলো এখন -
কল্পনায় দেখতে শিখে গেছি 
জানি এ সবই মিথ্যে , তবুও 
সত্যটাকে চেপে রাখা যায় না ।

জানা অজানার সীমারেখা পেরিয়ে , 
আজও যে তোমায় ফিরে ফিরে চাই ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...