ফেরারি পথ
বিচ্ছেদ যদি হওয়ার ছিল -
তাহলে কেন নিজেকে এক-সুতোয়
বাঁধতে গেলে ? আমিতো সুখ চাইনি ।
না চাওয়া দুঃখটায় যে আজ পড়ে রইল !
সময়ের সংলাপে রোজ এক-ঘা মেরে
নিশ্চুপে রাত কাটানো কঠিন হলেও
আজ সহজ বলতে সেটাই মনে হয় ,
ভিজে যাওয়া বালিশে মাথা রেখে ।
জানতো এখন আর হঠাৎ করে
ঘুম ভাঙে না , রাতজাগা জোনাকী
আর রাতজাগা প্রহরীর মতো
রাতের ঘুম কোথায় যেন আড়াল হয়েগেছে !
ভোরের দেখা স্বপ্নগুলো এখন -
কল্পনায় দেখতে শিখে গেছি
জানি এ সবই মিথ্যে , তবুও
সত্যটাকে চেপে রাখা যায় না ।
জানা অজানার সীমারেখা পেরিয়ে ,
আজও যে তোমায় ফিরে ফিরে চাই ।
No comments:
Post a Comment