আষাঢ়ীর মুদ্রা
ঘোর ডোবা ঘোরে আষাঢ়ী আসরে
একান্তে আন্মনে মধূরীমা কম্পণে
ভাবছি নিরালে তোমার আগমনী
অমনি তখন বর্ষণ রিনিঝিনি।
ঝুমবৃষ্টির বাহারী খেলায় মোহময় সেই রাতে
তুমি এলে সদ্যফোটা দোলনচাঁপা হাতে
অনুচ্চারিত শব্দেরা জলজ আদরে
এতাল বেতাল ত্রিতাল কোলাহলে
গাঁথে কথামালা মদির খেয়ালে
অনিন্দ্য উত্তাপে চিত্তহারী অনুরাগে
হৃদয় মন্দিরে রিমঝিম তানপুরা
মেঘ মল্লারে মেঘদূত দিশেহারা
উর্বশী বর্ষণে স্নানরত কদম কেয়ার বন
আগ্রাসী উষ্ণতার অন্তহীন শিহরণে
নিদারুণ সম্মোহনে আমরা দুÕজন
রুদ্ধ বাক্ দুটি হাত রাখা হাতে
মৌসুমী জলসায় ধূম বৃষ্টির সাথে
তুমল কলস্বরে বজ্র-বিদ্যুৎ মুদ্রায়
ভিজে যেতে থাকি গন্ধবতী রাতে।
No comments:
Post a Comment