Saturday, July 21, 2018

সামসুন্নাহার ফারুক

আষাঢ়ীর মুদ্রা

ঘোর ডোবা ঘোরে আষাঢ়ী আসরে
একান্তে আন্মনে মধূরীমা কম্পণে
ভাবছি নিরালে তোমার আগমনী
অমনি তখন বর্ষণ রিনিঝিনি।

ঝুমবৃষ্টির বাহারী খেলায় মোহময় সেই রাতে
তুমি এলে সদ্যফোটা দোলনচাঁপা হাতে
অনুচ্চারিত শব্দেরা জলজ আদরে
এতাল বেতাল ত্রিতাল কোলাহলে
গাঁথে কথামালা মদির খেয়ালে
অনিন্দ্য উত্তাপে চিত্তহারী অনুরাগে
হৃদয় মন্দিরে রিমঝিম তানপুরা
মেঘ মল্লারে মেঘদূত দিশেহারা
উর্বশী বর্ষণে স্নানরত কদম কেয়ার বন
আগ্রাসী উষ্ণতার অন্তহীন শিহরণে
নিদারুণ সম্মোহনে আমরা দুÕজন

রুদ্ধ বাক্ দুটি হাত রাখা হাতে
মৌসুমী জলসায় ধূম বৃষ্টির সাথে
তুমল কলস্বরে বজ্র-বিদ্যুৎ মুদ্রায়
ভিজে যেতে থাকি গন্ধবতী রাতে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...