Wednesday, July 25, 2018

মুকিম মাহমুদ মুকিত

ক্ষণিকের অতিথি

কলমি লতার শীর্ণকায় ডগার শীর্ষে
উড়ে এসে বসে এক খয়েরি ফড়িং।
নিরবে নিরিবিলিতে বসে,
বসে কলমি লতার চোখাচোখি।
কলমি লতার সাথে আজন্ম ভাব তার,
বিস্তৃত জলরাশিতে ভেসে ওঠে তার অবয়ব।
জলের ঢেউ দুলে ওঠে,
কম্পিত হয় ফড়িং এর প্রতিচ্ছবি।
কম্পিত জলে চেয়ে
স্থির ফড়িং খুঁজে পায় চঞ্চলতা।
মুহূর্তে খয়েরি ফড়িং এর বিস্তৃত ডানা কেঁপে ওঠে
দ্রুততর সঞ্চালিত হয় নিঃশব্দে।
চোখের পলকে অদৃশ্য হয়ে যায়,
ফড়িং উড়ে যায় বহুদূরে।
কলমি লতাটা একা ভেসে থাকে 
জলের ওপরে মাথা তুলে চুপচাপ।
সে জানে আবার আসবে কোন ফড়িং
হয়তো খয়েরি নয়, অন্য রঙের ফড়িং।
আসবে ক্ষণিকের অবকাশে,
কিন্তু কবে আসবে তা জানে না ! 
এরা মানে না কোন তিথি,
কলমি লতার কাছে এরা ক্ষণিকের অতিথি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...