Wednesday, July 25, 2018

সুব্রত দেববর্মা

পরিণত নায়িকা


একটু একটু করে যত্নে গড়া কোনো অমৃত মুরতি 


দৈবাৎ কোনো মন্ত্রবলে 


গিয়ে পড়বে বেনিয়ার হাতে।


আর তার শরীর খাবলে নেবে


শুনসান কোনো গভীর রাতে।


ছোঁয়ায় যাকে অল্প অল্প করে করেছি পূর্ণ


সে ই আজ অচ্ছুৎ বলবে।


নরম বাহানায় কেও 


ফোনের ওপার থেকে এসিড ছুড়বে।


পরিপক্ক ভাবে শোধ করবে 


পরিণত নায়িকার মতো।


তারপর নিজেই আফসোস করবে 


"ইসস জিনিস গুলো যদি আগে হতো"।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...