পরিণত নায়িকা
একটু একটু করে যত্নে গড়া কোনো অমৃত মুরতি
দৈবাৎ কোনো মন্ত্রবলে
গিয়ে পড়বে বেনিয়ার হাতে।
আর তার শরীর খাবলে নেবে
শুনসান কোনো গভীর রাতে।
ছোঁয়ায় যাকে অল্প অল্প করে করেছি পূর্ণ
সে ই আজ অচ্ছুৎ বলবে।
নরম বাহানায় কেও
ফোনের ওপার থেকে এসিড ছুড়বে।
পরিপক্ক ভাবে শোধ করবে
পরিণত নায়িকার মতো।
তারপর নিজেই আফসোস করবে
"ইসস জিনিস গুলো যদি আগে হতো"।
No comments:
Post a Comment