Tuesday, July 24, 2018

বিনয় শীল

মর্মবাণী

না না না, ছিঁড়োনা ছিঁড়োনা,
ওহে মানব কুল।
তৃণ-লতায় শাখায় শাখায়-
আমরা ফোটা ফুল।

ইস্ ! দাঁড়াও না !
শুনো মোদের কথা,
বহু সাধনে পেয়েছি এ তনু
মোরা এখনো সধনে রতা।

যখন অব্যক্ত থেকে
এসেছি মাত্র-
ভাঙ্গেনি ধ্যান,
খুলেনি অবগুন্ঠন। 
তখনো তোমরা মানুষ যত-
নির্লজ্জের মতো
আমাদের স্বপ্ন জগৎ
করেছো লুন্ঠন।

ছিঁড়তেই যখন এলি
তবে শুনো বলি-
"তোমরা বলো- আমরা নাকি
কতো কোমল
কতো সুবাসিত,
আরও কতো কী !
আমরা বলি-
যাহারে পবিত্র জানি,
মোদের এ অঙ্গখানি
তাঁর চরণেতে দিই"।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...