মর্মবাণী
না না না, ছিঁড়োনা ছিঁড়োনা,
ওহে মানব কুল।
তৃণ-লতায় শাখায় শাখায়-
আমরা ফোটা ফুল।
ইস্ ! দাঁড়াও না !
শুনো মোদের কথা,
বহু সাধনে পেয়েছি এ তনু
মোরা এখনো সধনে রতা।
যখন অব্যক্ত থেকে
এসেছি মাত্র-
ভাঙ্গেনি ধ্যান,
খুলেনি অবগুন্ঠন।
তখনো তোমরা মানুষ যত-
নির্লজ্জের মতো
আমাদের স্বপ্ন জগৎ
করেছো লুন্ঠন।
ছিঁড়তেই যখন এলি
তবে শুনো বলি-
"তোমরা বলো- আমরা নাকি
কতো কোমল
কতো সুবাসিত,
আরও কতো কী !
আমরা বলি-
যাহারে পবিত্র জানি,
মোদের এ অঙ্গখানি
তাঁর চরণেতে দিই"।
No comments:
Post a Comment