ঋতুস্রাব
গ্রীষ্মকালের উত্তাপে যা ঊষ্ন প্রশ্রবন;
ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে পৌঁছতেই তা দেবীর ঋতুস্রাব।
আমার যোনি নির্গত সেই একই রক্তপ্লাবন;
আমার জন্য শুদ্ধতার অভাব।
বিজ্ঞানের কথায় আয়রন অক্সাইড,
বিশ্বাসে তা দৈবিক আর পাক।
জাগ্রত যে দেবী সবার,
জীবন্ত আমি, দূরে থাক!
দেবীর মন্দির ঘিরে রক্তজলের প্রবাহ,
ভিড় জাকিয়ে নারী-পুরুষ,
দেখলে পূণ্যলাভ।
হঠাৎ ভিড় বাসে জামায় লাল দাগ,
অমনি এসব দিনে ঘর থেকে বেরোনো,
কিছুই না বেহায়াপনার স্বভাব।
বলি যে কারণে দেবীর পূজো,
একই কারণে মন্দিরে প্রবেশ পাপ।
হাজার পাপে পাপী আমি,
জুড়ে দিলাম ঋতুস্রাব।
No comments:
Post a Comment