Tuesday, July 24, 2018

পরিতোষ সরকার

যাত্রা

চিৎকার চেঁচামেচির মাঝে...
সকালের দ্বিতীয় ট্রেনটির হুইসেল
কানে আসে, ঐ অপরূপ প্রকৃতির
হৃদয় মন্দির চিরে।

প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়িয়ে থাকা
অগুনতি মানুষের ভীড়ে, সেই
নিদারুণ মানুষটির আচমকা
চুলের ঝাঁপটা আমার জর্জরিত
অঙ্গকে নাড়া দিয়ে গেল।

রেলের দ্বার মহলে দাঁড়িয়ে
এক পলক ঐ শালিক দুটির
চোখ বিদ্ধ হয়, সেখানে কোনো
ভয় নয়, যেন মধুময় প্রেমের ছাপ
দেখা দিল।

যাত্রীবাহী ট্রেনটি যখন ঐ
অন্ধকার-ময় গুহায় প্রবেশের
সময় গুনছিল, তখন বাদুড়ের
শ্বাসরুদ্ধ পলায়ন শুরু হল।
নির্বোধ সেই শিশু বাদুড়টির চোখে
ভয়ের পরিমাপ করা গেল না।

ঐ বহুদূরে আবার এক
প্ল্যাটফর্ম উত্থিত হইলো, যেখানে
বহু যাত্রী তৈরী, তাদের সেই
শুভ যাত্রার উদ্দেশ্যে।
কারণ যাত্রার শেষ নেই,
অন্তহীন ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...