Tuesday, July 24, 2018

পরিতোষ সরকার

যাত্রা

চিৎকার চেঁচামেচির মাঝে...
সকালের দ্বিতীয় ট্রেনটির হুইসেল
কানে আসে, ঐ অপরূপ প্রকৃতির
হৃদয় মন্দির চিরে।

প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়িয়ে থাকা
অগুনতি মানুষের ভীড়ে, সেই
নিদারুণ মানুষটির আচমকা
চুলের ঝাঁপটা আমার জর্জরিত
অঙ্গকে নাড়া দিয়ে গেল।

রেলের দ্বার মহলে দাঁড়িয়ে
এক পলক ঐ শালিক দুটির
চোখ বিদ্ধ হয়, সেখানে কোনো
ভয় নয়, যেন মধুময় প্রেমের ছাপ
দেখা দিল।

যাত্রীবাহী ট্রেনটি যখন ঐ
অন্ধকার-ময় গুহায় প্রবেশের
সময় গুনছিল, তখন বাদুড়ের
শ্বাসরুদ্ধ পলায়ন শুরু হল।
নির্বোধ সেই শিশু বাদুড়টির চোখে
ভয়ের পরিমাপ করা গেল না।

ঐ বহুদূরে আবার এক
প্ল্যাটফর্ম উত্থিত হইলো, যেখানে
বহু যাত্রী তৈরী, তাদের সেই
শুভ যাত্রার উদ্দেশ্যে।
কারণ যাত্রার শেষ নেই,
অন্তহীন ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...