মেয়ে
ও মেয়ে !! তুই কেমন আছিস?
বলবি জানি - ভালো !
মিথ্যে বলার স্বভাব যে তোর
স্বভাবখানা ছাড়ো।
ও মেয়ে! তুই স্বপ্ন দেখিস?
না বাপু! মেয়েদের আবার স্বপ্ন কি গো?
চার দেওয়ালের মধ্যে থাকি।
ও মেয়ে! তুই হাসতে জানিস ?
হ্যাঁ জানি! নিজের উপর খুব হাসি,
অন্য লোকে হাসে আমার উপর।
ও মেয়ে! তুই কাঁদতে জানিস ?
সে কি গো! মেয়ে মানেই তো কান্না।
কান্না আমিও খুব ভালো পারি।
ও মেয়ে ! তুই ভালোবেসেছিস কখনও?
হ্যাঁ ! মেয়েরা খুব সহজেই ভালোবাসতে জানে,
আর তার বদলে পায় শুধু অবহেলা ।
No comments:
Post a Comment