Friday, July 20, 2018

ইন্দ্রানী চাকলাদার

মেয়ে

ও মেয়ে !! তুই কেমন আছিস?
বলবি জানি - ভালো !
মিথ্যে বলার স্বভাব যে তোর
স্বভাবখানা ছাড়ো।

ও মেয়ে! তুই স্বপ্ন দেখিস?
না বাপু! মেয়েদের আবার স্বপ্ন কি গো?
চার দেওয়ালের মধ্যে থাকি।

ও মেয়ে! তুই হাসতে জানিস ?
হ্যাঁ জানি! নিজের উপর খুব হাসি,
অন্য লোকে হাসে আমার উপর।

ও মেয়ে! তুই কাঁদতে জানিস ?
সে কি গো! মেয়ে মানেই তো কান্না।
কান্না আমিও খুব ভালো পারি।

ও মেয়ে ! তুই ভালোবেসেছিস কখনও?
হ্যাঁ ! মেয়েরা খুব সহজেই ভালোবাসতে জানে,
আর তার বদলে পায় শুধু অবহেলা ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...