Friday, July 20, 2018

সুব্রত সূত্রধর

কৃষকের আর্তনাদ

শুরু হলো কৃষকদের আর্তনাদ ।
বেজে উঠল এক কঙ্কালসার  জীবনের অবিচ্ছেদ্য দুঃখ  ।
উঠে এলো দুঃখময় জীবনের স্বপ্নাহত সুর ।
রসিকতা করার জন্য এক রজনীও থাকে না  রসালো কৃষকের কাছে ।
হঠাৎ চাপা পড়া সুখপাঠ্য যেন মধ্যরাতেই এক ফালি রোদ নিয়ে আসে দু-চারটি বিদ্যুৎ রশ্মি  ।
অগোছালো কৃষক জীবনের মতো মেঘও নিজেকে গুছিয়ে নিয়েছে কৃষ্ণাঙ্গ বর্ণ ধারণ করে  ।
মেঘেরা আজ শুকনো কৃষকের প্রেয়সী হয়ে ভালোবাসা এগিয়ে দিচ্ছে নিকোটিন স্বপ্নের টুকরোর ন্যায়  ।
এভারেস্ট থেকে ভারত মহাসাগর যেন স্বপ্ন আর বাস্তবতার নিরিখে এক টানাপোড়েন দড়ি  ।
বাস্তবতা আজ স্বপ্ন নিয়ে খেলা করছে , স্বপ্ন খেলা করছে সুখ নিয়ে ।
উপকরণ স্বরূপ দুঃখ শেষে
কৃষকদের অশ্রুধারায় ভেসেই চলেছে  ।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...