Thursday, July 19, 2018

ড. সোনালী রায় বাগচী

তমসা

এক অদ্ভুত সময় এখন ।
মনুষ্যত্বের শরীর থেকে হিংস্র শেয়াল কুকুর
প্রতিদিন খুবলে নিচ্ছে নরম মাংস ।
পৈশাচিক উল্লাসে আয়োজন চলছে
নরমেধ যজ্ঞের ।
ধুলো ওঠা পাথুরে জমির বাঁজা বুক
শূন্য দৃষ্টিতে চেয়ে আছে
যুবতীর অনাবৃত , লাঞ্ছিত স্তনের মতো ।
বেপরোয়া শুক্রকীট বাসা বেঁধে চলেছে
কোনো অজানা গ্রহের অন্ধকার জরায়ুর মাঝে ।
চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে
এক অজানা যুদ্ধের সুতীব্র সাইরেন ।
বিস্মৃত অতীত আর দিকচিহ্নহীন ভবিষ্যতের মাঝে
এ এক বিচিত্র শূন্যতাময় যাপন ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...