Saturday, July 21, 2018

রীনা তালুকদার

সমকোণী সম্পর্ক

একদিন ঝুমল বৃষ্টির প্রত্যাশায়
পরবাসী  আকাশের ঠিকানায় মন্ত্র পাঠিয়েছি
মেঘ তার পোস্ট অফিস থেকে ইথারের ইশারায়
বাজিয়ে রিংটোন তুমুল বর্ষায় দিল ভিজিয়ে
বোনা ফসলের বিস্তীর্ণ মাঠ
তর তর বেয়ে ওঠলো ধান পাট
মুগ মুশুর ডাল কাউনের কচি ডগা
জীবনের জ্যামিতি থেকে ফসলে ফসলে
ত্রিভুজ, চতুর্ভুজ, সমকোণী সম্পর্ক
ধীরে ধীরে টালি খাতার স্তুপ
আপেক্ষিক ফর্দ দীর্ঘতর
সুবাস, মাংস, মুড়মুড়ে হাড়
মাখনের সাথে আঙ্গুর রসের জৌলুস
অবস্থা সম্পন্ন গেরস্তের আভিজাত্য
বর্ষার ভাসান জলে ধুয়ে নিলো
ঘূর্ণির ঈশাণ কোণের মেঘ;

ঘরজামাই মেঘ এখন কানে তুলো নিরুত্তর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...