Thursday, July 19, 2018

তারাপ্রসাদ বণিক

প্রশ্ন

তবে সব প্রশ্ন অমীমাংসিত থাক
কার চামড়ায় বাজাও খুশির ঢাক?
কার গোয়ালে কার বাছুর বাঁধো
দুধেল? না কি সিঁধেল
হা-পিত্যেশের ব্যথায় কেন কাঁদো
কাটা গেলে কর্ণ কিংবা নাক।।

জন্ম-কানায় কী যায় আসে
কামটা সঠিক হলে
ইতিহাসকে কৌটোয় পুরে কেন
ইঁদারাকে সমুদ্র শেখাও ভূগোলে!?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...