Thursday, July 19, 2018

তারাপ্রসাদ বণিক

প্রশ্ন

তবে সব প্রশ্ন অমীমাংসিত থাক
কার চামড়ায় বাজাও খুশির ঢাক?
কার গোয়ালে কার বাছুর বাঁধো
দুধেল? না কি সিঁধেল
হা-পিত্যেশের ব্যথায় কেন কাঁদো
কাটা গেলে কর্ণ কিংবা নাক।।

জন্ম-কানায় কী যায় আসে
কামটা সঠিক হলে
ইতিহাসকে কৌটোয় পুরে কেন
ইঁদারাকে সমুদ্র শেখাও ভূগোলে!?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...