সন্ত্রাসী প্রেম
ভীষণরকমের দোটানায় পড়েছি আমি....
নিকোটিনের কড়া ধোঁয়ার মতো এক নক্সালের প্রেমে পড়েছি !
গভীর স্নিগ্ধ অন্ধকার তার চোখে , আলোরা ভীষণভাবে অবাঞ্ছিত ওখানে ;
বারুদের জ্বালা সে বুকে , সোনার হরিণ ছাই হয় মাথা কুটে !
প্রজাপতি নাচে সবুজে । সে বলে , "যুদ্ধ দ্যাখো..
কেমন ভ্রমর হয়ে জোনাকির অভাব পূরণ করে ; বিমানগুলো গুলির ধোঁয়াটে ধোঁয়াতে !"
যুদ্ধ...যুদ্ধ...যুদ্ধ.....!
আমি কেঁপে উঠে হাত ধরতে চাই....
সে আমার হাতটা প্রতিস্থাপিত করে আমার যুবতী বুকেই !
কানে কানে বলে..."নিরন্তর যুদ্ধ করে হৃদয়টুকুও !
আর সেও কিন্তু ভীষণ লাল...গাঢ় লাল ;
ঠিক ভালোবাসার মতো , কিন্তু ভালবাসা নয় !"
মাথায় বন্দুক রেখে বুঝিয়ে দেয় আমায় ,
প্রাণের বিশ্বাসঘাতকতার স্তব্ধ সংবাদ ।
আবার কখনও জড়িয়ে ঠোঁটে চুমু খায় ,
এবং বলে , " গভীর জিভের শব্দগুলো এবং মনটা একান্ত প্রিয় ।
কিন্তু তুই নোস !"
"তোর কবিতারা আমার প্রাণ , কিন্তু তোর স্বকীয়তা আমার মরণকাঠি !
তুই ধ্বংসিত , আবারও ভেঙে চূর্ণ করবো ,
তোর স্বত্বা , তোর সত্য , তোর বাস্তব , তোর সবকিছুকে ।
রোজ যেমনটা মিথ্যে দেখিয়ে জাগাই....
অমীমাংসিত কল্পনার স্বপ্নে ঘর বাঁধাই !
প্রাক্তনের সংখ্যায় ছাঁটকাট করি ,
অপমানিত করি তোকে আদর করে রোজ...
আমার অনুশোচনার কালি মুছতে গিয়ে সাদা করি...
তিক্ত স্মৃতিগুলোকে !
ভালোবাসিনা , মোহগ্রস্ত আমি লিপ্ত....
অপমানে , অস্বস্তিতে খুন করতে...
তোর চোখের হাসি , মুখের ধারালো বজ্রপাত...
আর রাত্তিরের গভীরের সেই দুঃসহ গোঙানিটা !
হঠাৎ....ধড়মড় করে জেগে উঠলাম রোদ্দুরের কড়াকড়িতে ;
বেঘুমের চোখদুটোয় জ্বলন্ত শব্দের প্রক্ষেপ হল এবার !
"প্রেমবধের প্রতিজ্ঞাটা দ্যাখলে না কেন" ?
জীবন হাসলো মিষ্টি করে , মনকে কাঁদতে দেখে ;
তাইতো , সে বোধের বাগানে কষ্ট ফলায় !!
কারণ , জানে সে.....
প্রেম আসবে আবারও । না বলে কয়ে , তুহিন যুদ্ধে ।
.....আবার আসবে...!
No comments:
Post a Comment