Friday, July 20, 2018

সঞ্জীব দে

রক্তপথ

খচ্চর ইজ্জত লুটে সাংঘাতিক দৌড়াচ্ছে
রক্তাক্ত বিবেক-পথ!
সকাল শিউলি নিস্পলক চোখে শায়িত
মধুছড়ার বুকে।
আমি এক টুকরো আগুন পেঁচিয়ে রেখেছি
গঙ্গার আঁচলে ,,
অগ্নোৎপাতের মুখ কবেই আটকে দিয়েছে রাষ্ট্র!
এখন সবাই রুমাল -নাকে ধর্ষিতা অন্ধ কামিনির মতো হেঁটে যায় মধু ছড়ার নড়বড়ে সাঁকো!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...