সুন্দর স্বপ্ন
দেশের স্বপ্ন সাদা সাদা
স্বপ্নই যেন গোলকধাঁধা;
বিশ্বাসটুকুনির হাতেখড়ি
জীবনেতে মহামারী ।।
আকাশ বাতাস নিস্তব্ধ,
কয়লা কালো শিক্ষিত;
মহার্ঘবস্তু সত্যতা
ভুগছে নিঃসঙ্গতা।।
তবুও,আশায় বেঁধেছি বুক
নেবো,ভালোবাসার সুখ;
ঝড়ে পড়বে জীর্ণতা,
আদিমতা হবে অবিদ্যমানতা;
সুন্দর সুন্দর স্বপ্ন
সুন্দরতায় কাম্য ।।
No comments:
Post a Comment