Wednesday, July 25, 2018

অনুপম রায়

সুন্দর স্বপ্ন

দেশের স্বপ্ন সাদা সাদা
স্বপ্নই যেন গোলকধাঁধা;
বিশ্বাসটুকুনির হাতেখড়ি
জীবনেতে মহামারী ।।
আকাশ বাতাস নিস্তব্ধ,
কয়লা কালো শিক্ষিত;
মহার্ঘবস্তু সত্যতা
ভুগছে নিঃসঙ্গতা।।

তবুও,আশায় বেঁধেছি বুক
নেবো,ভালোবাসার সুখ;
ঝড়ে পড়বে জীর্ণতা,
আদিমতা হবে অবিদ্যমানতা;
সুন্দর সুন্দর স্বপ্ন
সুন্দরতায় কাম্য ।।
         
            

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...