Wednesday, July 25, 2018

জয়ন্ত শীল

এক নতুন পৃথিবীর খোঁজে 


               


বুকে এক তুঁত পোকা বাসা বেঁধেছে 


নতুন পৃথিবীর খোঁজে। 

সুড়ঙ্গের মতো গলি, ছাগলছানার ডাক, 


রাবার গাছের ল্যাটেক্সে মাছির আত্মহত্যায় - 


এ পৃথিবী বহুদিন ঋণী। 

তাই চোখে এক কাপ মনুষ্যত্ব ঢেলে 


নতুন পৃথিবী খুঁজে। 

হৃদয় আমার উন্মুক্ত, 


তুঁত পোকা সুতো দিয়ে ব্রিজ তৈরী করছে 


ফুসফুস থেকে হৃৎপিণ্ডে - 


পৃথিবী খুঁজতে যাবে বলে। 

আমি অজ্ঞান হবার আগে 


দুই বক্ষদেশ ছিঁড়ে দেখি 


পৃথিবী খোঁজার কাজ ঠিকঠাক মতো চলছে কি না।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...