এক নতুন পৃথিবীর খোঁজে
বুকে এক তুঁত পোকা বাসা বেঁধেছে
নতুন পৃথিবীর খোঁজে।
সুড়ঙ্গের মতো গলি, ছাগলছানার ডাক,
রাবার গাছের ল্যাটেক্সে মাছির আত্মহত্যায় -
এ পৃথিবী বহুদিন ঋণী।
তাই চোখে এক কাপ মনুষ্যত্ব ঢেলে
নতুন পৃথিবী খুঁজে।
হৃদয় আমার উন্মুক্ত,
তুঁত পোকা সুতো দিয়ে ব্রিজ তৈরী করছে
ফুসফুস থেকে হৃৎপিণ্ডে -
পৃথিবী খুঁজতে যাবে বলে।
আমি অজ্ঞান হবার আগে
দুই বক্ষদেশ ছিঁড়ে দেখি
পৃথিবী খোঁজার কাজ ঠিকঠাক মতো চলছে কি না।
No comments:
Post a Comment