Sunday, July 15, 2018

সোমেন চক্রবর্তী

ক্যারাট

ভালো থাকাকে কেন্দ্র করেই আমি গৃহত্যাগী,
তখন থেকেই ভালো ও থাকার মধ্যে বিস্তর ফারাক

সাইকেলের প্যাডেলে চাপ দিলে যতটুকু ঘুরে আসি পৃথিবী
ঠিক ততটুকু দূরত্বে দেখেছি যাযাবরের ঘর
যেখানে থাকে বালির চাদর ও পাথরের বালিশ
মাঝে একটুকরো নিরেট বেঁচে থাকা

কাগজে অংক কষে আর্কিমিডিস হতে পারবো না
যেটুকু জল উপচে পড়েছে ততটুকু এবার যাচ্ছি ভুলে,
যাপনের পায়ে থিতিয়ে পড়েছে মরুভূমি লাগা ঋতু
আমি তাকে বসন্ত নামে ডাকি।

(মনের জানালা - সংখ্যা জুলাই ২০১৮)

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...