অক্ষয় সৌন্দর্য
আমরা যাকে সৌন্দর্য বলি তা একমাত্র দূর থেকেই শ্রেষ্ঠ ভাবে উপভোগ করা যায়। সেই সৌন্দর্যের প্রতিমূর্তির দিকে দৃষ্টিপাত করা কালীন এক মুহূর্তও তাকে প্রাপ্ত করার কথা ভেবে অপব্যয় করতে চাইনা। শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে চাই আর বার বার অভিভূত হতে চাই। এই সৌন্দর্য কখনো ক্ষয় হয়না। প্রাপ্ত করার ইচ্ছার সাথে মনে আবির্ভাব হয় কৃত্রিমতা ও ভন্ড ভাবের।
গোধূলি বেলায় যখন লাল টক টকে সূর্য গাছের ফাঁক দিয়ে দেখা যায়,তার এক অপরূপ সৌন্দর্য। ঐ সূর্যকে কখনো পাওয়ার ইচ্ছা ও করিনি, ছুঁয়ে দেখতে ও চাইনি। দূর থেকে ঐ সৌন্দর্য উপভোগ করার মধ্যে এক অদ্ভুত তৃপ্তি আছে বটে। সূর্যের যত নিকট যাওয়ার চেষ্টা করবো ততই সেই সৌন্দর্য হয়ে উঠবে তিক্ত, ত্বকে শুরু হবে জ্বালা। সৌন্দর্যের ব্যাখ্যা ও তখন কিছুটা পাল্টে যাবে হয়ত। নিকটতার থেকেই তৈরি হয় অপূর্ণতার। সৌন্দর্য অনুভব করা একটি সাধনা, আর তাতে অপূর্ণতার কোনো স্থান নেই।
No comments:
Post a Comment