Monday, June 28, 2021

উর্মি সাহা

পারদের ব্যালেন্স
 
জীবনের সুত্রে (a+b)² বলে কিছু নেই।
আবার H2SO4 বা CFC এরও কোনো প্রভাব নেই।
জীবনের সূত্র সৎ নীতি,মানবিকতা।
মানুষকে ভাঙ্গলে মান আর হুশ।
যারা মানব প্রাণের কোড বদলে-
নতুনত্বের শাসনে অনুপ্রাণিত।
তারা ব্যস্ত সুখ-দুঃখের মাত্রার ক্যালকুলেশনে,
আনন্দ-বেদনা,প্রেম-বিরহে ও 
জীবনের নেগেটিভ অংশ মুছতে-
অগ্রগামী অগ্রগতিময় বৈজ্ঞানিক হোমোস্যাপিয়ান্স।
কিন্তু,,,,;
কিন্তু সময়কে যেমন মুঠোয় বাঁধা সম্ভব নয়।
সম্ভব নয়, পৃথিবীর ঘূর্ণন বন্ধ করা।
অসম্ভব; নদীকে স্থির করা,
অসম্ভব; প্রেমিকের প্রেম আবেদনে হস্তক্ষেপ,
অসাধ্য, জীবনের জোয়ার-ভাঁটায় চাবি ঘোরানো।
তেমনই;
মানবের বাহ্যিক সত্ত্বার ব্যালেন্স, জীবনের স্রোতেই বইবে।
স্রোতের বিপরীতে তো ক্যামিষ্ট্রির পারদের উত্থান পতনও হয় না।
জীবনের প্রতিটি মুহুর্ত বালুকণার মত, ডিসব্যালেন্স।
কেননা, জীবনের চালিকা শক্তি নিখুঁত জীবন-ই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...