Monday, June 28, 2021

পূজা মজুমদার

প্রতিঘাতে জীবন 

কষ্টের নোনাজল চোখ বেয়ে পড়ে,
স্মৃতিরা সব আবছা হয়ে।

এক পরিচিত ডাক আর পরেনা।
সময় বয়ে যায়।

তবুও যে সে ফিরে আসে না।
দূরে তাকিয়ে আছি

একটু দেখা বা স্পর্শ পাবো বলে। 
সেতো ফিরে আসে না।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...