Monday, June 28, 2021

পূজা মজুমদার

প্রতিঘাতে জীবন 

কষ্টের নোনাজল চোখ বেয়ে পড়ে,
স্মৃতিরা সব আবছা হয়ে।

এক পরিচিত ডাক আর পরেনা।
সময় বয়ে যায়।

তবুও যে সে ফিরে আসে না।
দূরে তাকিয়ে আছি

একটু দেখা বা স্পর্শ পাবো বলে। 
সেতো ফিরে আসে না।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...