বাঘের জয়
বাঘেরা সব গর্তে ছিল
বের করতো না দাঁত,
ধূর্ত বানর মারতো খোঁচা
ঢুকিয়ে দিয়ে হাত।
দু একটা বাঘ বের হলেও
ভেচকি দিতো বানর ,
সাথে তাঁদের বাচ্ছা কাচ্ছারা
বসিয়ে দিতো কামড়।
বানরের ভয়ে গর্তে ঢুকে
সব বনেরই বাঘ,
এভাবে যে যায়না চলা
সবাইর হলো রাগ।
বাঘেরা সব একজোট হয়ে
করলো সেদিন মিটিং,
ধরবে তারা এক এক করে
বানর গুলোর চিটিং ।
এবার তারা বেরিয়ে পড়ে
যার যার এলাকাতে,
বানরদের এই ভেলকি দেখে
ভয় পায়না তাতে।
পাল্টা ধরে বাঘেরা এখন
বানর পালায় ভয়ে,
শান্তি এলো বনে আবার
বীর বাঘেদের জয়ে ।
No comments:
Post a Comment