ভগবান তুমি পবিত্রতা খুঁজছো
মানুষের মাঝে ছদ্মবেশে ।
কিন্তু তুমি যে পাবে না কিছুই
ভন্ড অহংকারী মানুষের দেশে ।
পবিত্রতা খোঁজার জন্য তুমি
মানুষ রূপ নিয়ে করছো ভিক্ষা ।
যে দেশে সীতার পবিত্রতার জন্য
দিতে হয়েছিল অগ্নিপরীক্ষা ।।
কি লাভ মাথায় বড়ো মূকুট লাগিয়ে
পরিধান করে শত শত রত্ন ।
পবিত্রতা তো রাবনই জানে মনে হয়
না ছুয়ে তাকে করেছে সে যত্ন ।
শুধুমাত্র অসুর বংশের ছিল বলে
রাবন ছিল একটা খারাপ নাম ।
নিজের স্ত্রীকে অগ্নিতে পাঠিয়েছে
তাকে বলি আবার ভগবান শ্রী রাম ।
চৌদ্দ বছর বনবাস করে আসার পর
পাঠিয়ে দিলেন আবার বনে ।
ঈশ্বর, তুমি কিছুই পাবে এখানে
মৌলিনতা আর সন্দেহ তো
ছিল রামের মনে ।
No comments:
Post a Comment