Monday, June 28, 2021

রাহুল সাহা

বাস্তবতা

ভগবান তুমি পবিত্রতা খুঁজছো 
মানুষের মাঝে ছদ্মবেশে । 
কিন্তু তুমি যে পাবে না কিছুই
ভন্ড অহংকারী মানুষের দেশে ।

পবিত্রতা খোঁজার জন্য তুমি
মানুষ রূপ নিয়ে করছো ভিক্ষা । 
যে দেশে সীতার পবিত্রতার জন্য 
দিতে হয়েছিল অগ্নিপরীক্ষা ।।

কি লাভ মাথায় বড়ো মূকুট লাগিয়ে 
পরিধান করে শত শত রত্ন । 
পবিত্রতা তো রাবনই জানে মনে হয় 
না ছুয়ে তাকে করেছে সে যত্ন  ।
 
শুধুমাত্র অসুর বংশের ছিল বলে
রাবন ছিল একটা খারাপ নাম । 
নিজের স্ত্রীকে অগ্নিতে পাঠিয়েছে
তাকে বলি আবার ভগবান শ্রী রাম ।
 
চৌদ্দ বছর বনবাস করে আসার পর 
পাঠিয়ে দিলেন আবার বনে । 
ঈশ্বর, তুমি কিছুই পাবে এখানে
মৌলিনতা আর সন্দেহ তো
ছিল রামের মনে  ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...