Monday, June 28, 2021

দেবব্রত চক্রবর্তী

স্পর্শহীন

একদিন ঠিকিই হারিয়ে যাবো
তোমার আমার সম্পর্ক থেকে অনেক দূরে,
একদিন ঠিকই হারিয়ে যাবো 
এই অচেনা সমুদ্দুরে।
ভোরের পাখির ডাক শোনার আগেই 
আমার নিশ্বাস থেমে যাবে 
আমিও হাজির হব, মৃত্যুর ওপারে ।
রাতের আকাশের তারা হব না আমি 
পাবে না চাঁদের গায়েও,;
তুমি যেন না পাও খুঁজে আমায়
নীল আকাশের বুকেও।

তোমার কোন স্মৃতিতেই থাকবো না আমি 
ভালোবাসা কিংবা বিরহে ;
কিছু দাগ রেখে যাবো 
খুঁজে নিও অনুভবে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...