মাভৈঃ স্বদেশ,মাভৈঃ
মোহাচ্ছন্ন দিন গিয়ে
মরণাচ্ছন্ন দিন যাপনা,
আত্মরক্ষার হাতিয়ার যোগাড়ে
মনোযোগ ছিল না।
হঠাৎ মরণের সাথে যুদ্ধে
নাস্তানাবুদ আস্তানা,
প্রিয়হারানো ব্যথা তবু
মানবতা বাঁচানোর উদ্দীপনা।
অভিনব যুদ্ধে সম্ভাব্য কৌশলে
উৎসাহে করবো সমাধান,
মৃত্যুভয়ে জীবনের জয় -নিশ্চয়
করতে ঐক্য মূর্তিমান।
মাভৈঃ স্বদেশ, মাভৈঃ!
সোৎসাহে সমাধানে ঐক্য মূর্তিমান।
No comments:
Post a Comment