অভিশপ্ত পৃথিবী
বন্ধু যখন আমায় ডেকে,
দুঃখ করে বলে,
একটি গাছ লাগাও না,
আমায় ভালোবেসে,
তখন আমি বড্ড রেগে,
বলি বন্ধুকে,
কাজ নাই আর
মরতে যাবো তোমায় ভালোবেসে,
বন্ধু আমার নরপিশাচ
জানতাম না আগে ।
বিপদে বন্ধুর পরিচয় পেয়ে ,
বড্ড মর্মে লাগে,
এখন যখন মহামারী
বন্ধুর প্রতি খেয়াল ভারি ,
গাছ লাগাচ্ছো জল দিচ্ছো,
নিজের প্রান ভিক্ষা চাইছো।
এতই যদি প্রানের ভয়,
গাছ লাগালে কি ক্ষতি হয়,
হাহাকারের দুনিয়ায়,
অক্সিজেন এর অভাব প্রায়।
অক্সিজেনপ্লান্ট বসিয়ে কিহবে
গাছ ছাড়া কি পৃথিবী বাঁচবে?
তোমাদের দিলাম প্রান ভিক্ষা
তোমরা আমার করো রক্ষা।
সংগ্রামের এই দুনিয়ায়,
মৃত্যুমিছিলের অভাব নাই
মহামারীতে ঔষুধ অল্প
পৃথিবী সুস্থে গাছ স্বল্প,
অক্সিজেন অার অক্সিজেন করছো,
গাছের কি হাল দেখছো,
এই দুর্দিন থেকে রক্ষা পেতে,
গাছ লাগাও দুই হাতে।
No comments:
Post a Comment