Monday, June 28, 2021

সংগীত শীল

মুক্ত পশু বন্দি মানুষ


সুজলা সুফলা শস্য শ্যামল 
নেই সবুজের শান্তি,
দূষণে নিমজ্জিত শহর
কোথায় পাবো কোমল স্নিগ্ধ প্রকৃতি? 

যেই গাছ প্রাণের স্পন্দন 
বাঁচার অক্সিজেন
ধ্বংসের প্রতিযোগিতায় নেমে;
হাহাকার অসহায় জীবন।

কিনতে হচ্ছে লাখ টাকায়
ব্যবসা হচ্ছে খুব,
অবাদযোগ্য জমি কমিয়ে
পেতে চাইছিলো সুখ।

বন কেটে গড়ছে কারখানা
কমেছে পশুপাখি,
দূর্যোগে আজ স্বীকার আমরা
বিবেকহীন অবোধ মনুষ্য জাতি!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...