Monday, June 28, 2021

অনির্বান রায় গুপ্ত

অসমাপ্ত লেখা 

বারবার ফিরতে পারি, 
অজানা অচেনা নদীর পাড়.. 
ভালোবাসাতেই  রোজ আড়ি, 
কল্পনায় হাজার সমুদ্র পারাপার.. 
তুমি বলেছো, আমি মিথ্যা, সত্যের সংজ্ঞা জানি না, 
তবুও যে আমি নিরুপায়, কোনো বাধা মানি না.. 
হাজার শব্দের অভিধান বেমানান ছন্দের প্রভাব, 
সংলাপে অশ্রুও শুকিয়ে যায়, বেশ তো  অনুভূতির অভাব..
সত্যি মিথ্যার কুরুক্ষেত্রে ফলাফলের দিবাস্বপ্ন, 
কে হাসে আর কেই বা কাঁদে হাহাকার ছড়িয়ে পরে ওই সুদূরপ্রসারী নীল দিগন্ত.. 
যে ঝড় আজ বইছে বেশ স্বর্গ মর্ত পাতাল জুড়ে, 
শোষিত ক্রীতদাসেরও রূপ বদলায়, ভালোবাসে সেও প্রাণ ভরে.. 
নিঃসঙ্গতার প্রতিদান প্রতিবাদের কালপুরুষ, 
দিনের আলোও মিশছে শেষে অন্ধকারের বন্দিরাও যেন বেহুঁশ. 
শুধু প্রতীক্ষার বেলাগাম হাতছানি, নিস্তব্ধতার পরিহাস,, 
অপেক্ষার বুঝি অবসান সৌরভের সুবাস.. 
আমি তবু অপেক্ষায় শুধু তোমারই জন্যে, 
রোজকারের ক্লান্তিহীন প্রেমের অরণ্যে.. 
নিস্পলক শুন্যতা বিরাজমান মোর............ 
কলমের কালি বুঝি শেষ... 
লেখাটা তাই আজ হলো অসমাপ্ত

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...