Monday, June 28, 2021

মোঃ রুবেল

সুরা
           
প্রেমিক হতে গেলে...
একটা সুরা পান করতে হয়।
যার তীব্র নেশার ঘোর কাটেনা আমৃত্যু।
সব গন্ডী ছাড়িয়ে মগজ থেকে মনে ছুঁইছুঁই।
এই নেশা মানুষকে বাঁচায়,মারে না।
এই নেশা ভালোবাসা।
ডুবে থাকলে জীবন রঙিন,
আর ফুরিয়ে গেলেই ফেকাসে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...