Monday, June 28, 2021

সায়ন পাল

সম্পর্ক বিচিত্রময়

বিচিত্রময় বিচিত্রময়
সম্পর্ক প্রচন্ড বিচিত্রময়,
দুনিয়াতে কত সম্পর্ক ক্ষনেকেই জোড়া লাগে
ক্ষনিকেই আবার তা ভেঙে যায়!
কেবা জানে কার মনের কথা
যখন দুজন একই সম্পর্কের গীত গায়!!

সময়ের চাকা ঘুরতে থাকে
বয়স প্রদীপ জ্বলতে থাকে,
পরিচয় হয়ে যায় উভয়ে উভয়ে
ছেড়ে থাকে না কেহ কাহাকে।

উৎসব প্রিয় দুনিয়ায়
যখনই কোনো কোকিল ময়না ডেকে উঠে,
আশ্বিনে শিউলি গাছ সেজে ওঠে
আনন্দ পড়ে যায় মাঠে ঘাট গোঠে।

তখনই সম্পর্ক দৃঢ় হয়
প্রেমপ্রীতি বেড়ে যায়,
আনন্দের দোলায় দুলে
উৎসবে বিভোর হয়ে যায়।

চির অস্থির পৃথিবী শান্ত বিষয়ে বিমুখ
দেখে বিরক্তি ময় চোখে ,
সম্পর্কের বাঁধন ছিন্ন করে
বিচ্ছেদ করিয়ে দেয় উভয়কে।

সম্পর্ক স্থির নয়
ইহা প্রচন্ড গতিময়,
অট্টহাসিতে আকাশ ভেঙে পড়ে
হ্যা  সম্পর্ক প্রচন্ড বিচিত্রময়।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...