স্বীকৃতি
পদ্মের জন্ম পাঁকে।
তার রূপ, তার সৌন্দর্য্য
কেড়ে নেয় আমাদের মন।
ওর মৃণালে কাঁটা থাকে,
তাও সয়ে নিয়ে আমরা ওকে
সযতনে তুলে নিই হাতে
পরম উপলব্ধিতে।
আমাদের জন্মের পরিচয়
সেতো একটা বিশেষণ মাত্র।
কাজের মাঝে বেঁচে থাকে
মানুষের নাম।
কাজের মাঝেই আছে
পরম স্বীকৃতি।
কীর্তিটাকে বুকে নিয়ে
স্থান পায় দীর্ঘকাল
মানুষের মনে।
ওঁরা তাই চিরস্মরণীয়,
চির অমর থাকে
দেবতার আসনে।
No comments:
Post a Comment