Monday, June 28, 2021

সুস্মিতা মহাজন

লড়াই 

একটা সময় পর ভালোবাসা
আর ব্যস্ততার লড়াই চলে, 
ভালোবাসা বারবার হেরে যায়
ব্যস্ততার সূক্ষ্ম অভিনয়ের কাছে।
তৈরি হয় এক অদেখা সুতোর
মায়ায় ঘেরা বিচ্ছেদ, 
ভালোবাসা তবু লড়াই করে 
যদি ব্যস্ততাকে হারাতে পারে!
কখনো কখনো ফিরতি পথে ব্যস্ততার অভিনয় বেমানান হয় বাস্তবতায়,
আবার কখনো কখনো চলে সেই একি  বিমুখতা। 
তবু আপ্রাণ চেষ্টা করে চলে ভালোবাসা, 
যদি কখনো তার অদেখা রং বদলে!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...