Monday, June 28, 2021

কৃষাণ নমঃ

প্রার্থনা
        
নতুন বছরের নতুন আশা
ভুলতে কী পারি সে কথা।
এ শোনা দেখি সুখের দিন
রেখোনা মনে কোন ব্যাথা। 
নতুন বছর নতুন স্বপ্ন দেখি
এইতো আমার একটু আশা।
আছি থাকবো তোমার পাশে
রইলো আমার ভালোবাসা।
নতুন বছরের শুভেচ্ছা জানাই
ভালো হোক মনোকামনা। 
তোমার সব আশা পূরণ হোক
এইতো আমার মনের প্রার্থনা ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...