প্রার্থনা
নতুন বছরের নতুন আশা
ভুলতে কী পারি সে কথা।
এ শোনা দেখি সুখের দিন
রেখোনা মনে কোন ব্যাথা।
নতুন বছর নতুন স্বপ্ন দেখি
এইতো আমার একটু আশা।
আছি থাকবো তোমার পাশে
রইলো আমার ভালোবাসা।
নতুন বছরের শুভেচ্ছা জানাই
ভালো হোক মনোকামনা।
তোমার সব আশা পূরণ হোক
এইতো আমার মনের প্রার্থনা ।
No comments:
Post a Comment