Monday, June 28, 2021

সাচীরাম মানিক

অসংখ্য লাশের স্বাক্ষী আমি

অসংখ্য লাশের ভেতর দিয়ে
টপকে টপকে হেঁটে যাচ্ছি
এগোবার রাস্তা খুঁজে পাই না,
বিশ্ববাসী আতঙ্কিত মৃত্যু পরোয়ানায়।
যেদিকে তাকাই সেদিকে শুধু লাশ ;
লাশের মিছিল এগোছে মহাশশ্মানের দিকে
কোথাও সমস্বরে হরিধ্বনি নেই
শুনশান কীট পরিহিত লাশের মিছিল।
সারি সারি লাশের মিছিল চলছে কবরস্থানে
জানাযার আর হয় না প্রয়োজন,
লাশের মিছিল এগোয় স্রোতের টানে
বিহারের-- বক্সারের গঙ্গানদীতে,
উত্তর প্রদেশের রাপ্তি নদীর লাশ ও
বয়ে চলে গভীর সমুদ্রের বুকে
টেনে হিঁচড়ে খায় কুমীর হাঙ্গরেরা
কুকুরেরাও লাশের মিছিলে থাবা বসায়।
স্বর্গ প্রাপ্তি দাতা ব্রাক্ষ্মণেরা ও আজ
করোনা ছোঁয়াছুয়ির কবলে
নিজের প্রাণ বাঁচাতে মরিয়া,
মৌল্লা পাদ্রিরা ও আজ তথৈবচ।
২০২০-২১ সালের করোনা মহামারীর
অসংখ্য লাশের--মিছিলের স্বাক্ষী হয়ে
এখন ও মুখ থুবরে বেঁচে আছি আমি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...