Monday, June 28, 2021

অতনু রায় চৌধুুরী

বিশ্বাসের মর্যাদা

যে শহরে অনুভূতির চেয়ে মুখোশের দাম বেশি সেই শহরে বহু মানুষ নিজের মত করে নিজেকে গুছিয়ে রেখে একলা থাকতে চেষ্টা করে বারবার। নিজের মনের ভেতরে হাজারো যন্ত্রণা বেঁধে মুখে হাসির প্রলেপ  রেখে চলতে থাকে নিত্য জীবনের পথে। এরা একটা বন্ধু খুঁজে দিনের শেষে যার সাথে নিজের অনুভূতির কথা সহজ ভাবে প্রকাশ করবে। কিন্তু যখন বন্ধু খোঁজার সন্ধানে এরা বারবার ঠকে যায়। তখন এরা ভেতর থেকে আর ও ভেঙ্গে পরে ইকটু ইকটু করে। 

আসলে এই শহরে সবাই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। সুযোগ বুঝে বিশ্বাসঘাতকের রুপ নেয়  বহুজন বহু রকম ভাবে। তবে এটাও ঠিক যে হাতের পাঁচটি আঙ্গুল যেমন সমান হয় না তেমন  সবার মানসিকতা এক হয় না। খারাপ বিশ্বাসঘাতকের পাশাপাশি ভালো মনের বিশ্বাসীও বহুজন রয়েছে। শুধু প্রতিটি মানুষকে সঠিক ভাবে চিনতে পারাটায় একটা কঠিন কাজ। কারন আমরা কেউ ই মানুষের মনের ভেতরের ভাবনা চিন্তাগুলো এত সহজে বুঝতে পারি না। 

তবে তাই বলে আমরা কারোর সাথে মেলামেশা করব না কারোর সাথে কথা বলব না এটা ভাবাও একরকম বোকামী কিংবা ভুল ধারনা । কেন না আমরা সকলেই সমাজবদ্ধ জীব প্রতিমুহূর্তে বিভিন্ন কারনে কখনো না কখনো আমরা একে অপরের উপর নির্ভরশীল হতে হয়। 

বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মনের আঘাত আসবেই সেই মানসিকতা নিয়ে যে বা যারা জীবন পথে চলে তারাই হয়তো জীবনের কঠিন সময়গুলোতে ভেঙ্গে পরে না সহজে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...