Monday, June 28, 2021

মনচলি চক্রবর্তী

অট্টালিকায় নেই প্রাণ 

অট্টালিকার সৌন্দর্যের মাঝে 
ছোট্ট  নদী
নদীতে শুধুই পাথর আর
নুড়ি
রয়েছে সেজেগুজে 
ছোট্ট ছোট্ট ঘর 
আছে ঘরে কৃত্রিম 
জলসাগর
কোন ঘরে সবুজ পাহাড়,গাছ,
আর  মনুষ্য সৃষ্ট  ঘাস
ঘরের মাঝের  ছোট্ট কাচের  পুকুরে
 লাল নীল হলুদ মাছেরা খেলা করে
কৃত্রিম আলোকে  জ্বলে উঠে 
বাতি রাশি রাশি 
নেই  ঘরে চাঁদের 
 উজ্জ্বল হাসি
রাতে ঘরে নেমে আসে
গভীর আঁধার 
অট্টালিকার সুসজ্জিত ঘরে
থেকেও নেই প্রকৃত আলোর ঝার
মনুষ্য জীবন  অট্টালিকায়
হাঁপিয়ে উঠে, চায়  ত্রাণ
পায়না  সাজানো জীবনের মাঝে  ওরা
সবুজ প্রকৃতি আর  প্রাণ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...