Monday, June 28, 2021

দেবাশীষ দেবনাথ

কোভিড মৃত্যুর ভয়ে 


কিছুক্ষণের জন্য হলেও আমার কাছে থেকো, 
আমায় ছেড়ে যাবে না কোথাও এটা মনেরেখো ।
দুহাতে তুমি গ্লাভস পড়ে নাও, 
মুখটি তুমি মাস্কে ঢেকে নাও ,
ডাক্তার-নার্স যদি যায় চলে যাক,
তুমি পাশে বসে থেকো ।
আমায় ছেড়ে যাবে না কোথাও এটা মনেরেখো ।
চোখ গুলো যদি আমার আর না নড়ে, 
শ্বাস যদি আমার নাই বা ফিরে, 
ওরা যদি আমাকে পলিথিনে মোড়ে, 
তুমি বুকে হাতটা রেখো ।
আমায় ছেড়ে যাবে না কোথাও এটা মনেরেখো ।
আত্মীয় স্বজন যদি কেউ না আসে, 
শ্মশানে যদি কেউ থাকে না পাশে, 
যতই দেরি হোক্ না সেখানে, 
তুমি পাশে বসে থেকো ।
আমায় ছেড়ে যাবে না কোথাও এটা মনেরেখো ।
ফলে দিয়ো না আমায় গঙ্গা র জলে, 
রেখে দিয়ো না আমায় কোন জঙ্গলে, 
ঢেকে দিয়ো আমায় মাটির তলে, 
তার পর চলে যেয়, তার পর চলে যেও....

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...