Monday, June 28, 2021

সুপর্না কর

বৃক্ষ

বৃক্ষ তোমার এই কি মায়া?
সবাইকে দাও শান্ত ছায়া।

বৃক্ষ তুমি না থাকলে থাকবেনা
যে জীবন।
ধ্বংস করে তোমায় মানব ডাকছে নিজের মরণ।।

তোমার ছায়ায় ক্লান্তি মেটে,
তবু মানুষ তোমায় কাটে।

হে বৃক্ষ তোমার জন্য‌ই ফেলছে সবাই নিঃশ্বাস।
তুমি আছো বলেই আছি, এটাই মোদের বিশ্বাস।।

বৃক্ষ তুমি ফুলের শোভায় প্রস্ফুটিত হলে,
ভ্রমর তখন মধু খেতে আসবে দলে দলে।

তোমার ফলের মিষ্টতা যে মেটায় সবার ক্ষুধা।
বৃক্ষ তোমার সবুজ রূপে আছে অমৃত সুধা।।

বৃক্ষ তোমার সবুজ ডালে বাঁধলো পাখি বাসা।
ঐ পাখিরাই বুঝে শুধু প্রকৃতির এই ভাষা।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...