Monday, June 28, 2021

সুপর্না কর

বৃক্ষ

বৃক্ষ তোমার এই কি মায়া?
সবাইকে দাও শান্ত ছায়া।

বৃক্ষ তুমি না থাকলে থাকবেনা
যে জীবন।
ধ্বংস করে তোমায় মানব ডাকছে নিজের মরণ।।

তোমার ছায়ায় ক্লান্তি মেটে,
তবু মানুষ তোমায় কাটে।

হে বৃক্ষ তোমার জন্য‌ই ফেলছে সবাই নিঃশ্বাস।
তুমি আছো বলেই আছি, এটাই মোদের বিশ্বাস।।

বৃক্ষ তুমি ফুলের শোভায় প্রস্ফুটিত হলে,
ভ্রমর তখন মধু খেতে আসবে দলে দলে।

তোমার ফলের মিষ্টতা যে মেটায় সবার ক্ষুধা।
বৃক্ষ তোমার সবুজ রূপে আছে অমৃত সুধা।।

বৃক্ষ তোমার সবুজ ডালে বাঁধলো পাখি বাসা।
ঐ পাখিরাই বুঝে শুধু প্রকৃতির এই ভাষা।।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...