Monday, June 28, 2021

কৃষ্ণেন্দু অধিকারী

শিকড়

সবুজ কচি ঘাস উগড়ে দিয়েছে শুকনো পাতার স্তুপ।
খোলা মাঠ, খড়কুটো ঘর,
চারপাশে কেবলই নিঃসঙ্গতার চাষ।
সন্ধানী হিংস্র উইগুলো চাইছে দেহের শেষটাকেও!
 পরিযায়ীদের ভাঙছে ঘর,
ভাঙছে মান,
রাজপাট ডুবেছে আদ্যপ্রান্ত।
তবু কি বোঝে, পরিণতি?
আজকাল কখনো-সখনো আসি
বাঁধন কিংবা শিকড়ের ভালোবাসায়।
খুঁজি নবান্নের ওই সুর, ঘরের মেঝে
উঠোন জুড়ে সারাদিন হত প্রজাপতি আলপনা।
মা,কাকিমা, সবাই 
সঙ্গে আমিও।
হঠাৎই কেমন ঝাপসা হয়েছে সব-
ঝাপসা হয়েছে প্রলেপ,
আমড়া কিংবা রঙ্গন টাও ভুলে গেছে তার জন্ম।
 স্নানের ঘর,বাগান জুড়ে একরাশ  অবাধ্যতা,
তবু যে মাটির গন্ধ ভালোবাসি।
হয়তো তাই কখনো-সখনো আসি,
বাঁধন কিংবা শিকড়ের ভালোবাসায়।।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...