Monday, June 28, 2021

পান্থ দাস

মনের এক কোনে

কতো কথা আছে জমানো
মনের এক কোনে,
বলবো বলে রয়ে যায়
সব গোপনে ৷

হ্যাঁ, বলার জন্য 
মন হয় ব্যাকুল
কারণ, সব কথা বলা যায় না
একা সনে ৷

শোনা কথায় হাঁসি
বাস্তবে থাকি চুপ,
নিস্তেজ রয়ে যাই
যখন দেখি দুই চোখ ৷

বাধা যদি না আসে
বাঁচার সুখ কিসে ?
সংকীর্ণ পথে হেঁটে
প্রতিষ্ঠিত হবে বিশে ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...