মনের এক কোনে
কতো কথা আছে জমানো
মনের এক কোনে,
বলবো বলে রয়ে যায়
সব গোপনে ৷
হ্যাঁ, বলার জন্য
মন হয় ব্যাকুল
কারণ, সব কথা বলা যায় না
একা সনে ৷
শোনা কথায় হাঁসি
বাস্তবে থাকি চুপ,
নিস্তেজ রয়ে যাই
যখন দেখি দুই চোখ ৷
বাধা যদি না আসে
বাঁচার সুখ কিসে ?
সংকীর্ণ পথে হেঁটে
প্রতিষ্ঠিত হবে বিশে ৷
No comments:
Post a Comment