এ দুর্যোগের অন্ধকারে ধারাবাহিকতার ধারা বজায় রাখতে যারা সহযোগিতা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি কাব্যের ছায়াপথে আমরা জীবন নিয়ে হেঁটে গিয়ে শান্তি ছিটিয়ে দেব জলের মতো জীবনে জীবনে।
নির্মম বাস্তবতার পরেও শান্তি ও সুখ বর্ষিত হোক সকলের জীবনে, এ আমাদের বড় প্রত্যাশা।
শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত
No comments:
Post a Comment