Monday, June 28, 2021

সম্পাদকীয়

রাজ্যের গর্ব শিল্পী চিন্ময় রায়ের চলে যাওয়া সৃষ্টিশীল জগতে এক চিরস্থায়ী ক্ষত। মনন স্রোত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে শিল্পীর  অবদান।

এ দুর্যোগের অন্ধকারে ধারাবাহিকতার ধারা বজায় রাখতে যারা সহযোগিতা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি কাব্যের ছায়াপথে আমরা জীবন নিয়ে হেঁটে গিয়ে শান্তি ছিটিয়ে দেব জলের মতো জীবনে জীবনে।

নির্মম বাস্তবতার পরেও শান্তি ও সুখ বর্ষিত হোক সকলের জীবনে, এ আমাদের বড় প্রত্যাশা।


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...