Monday, June 28, 2021

সুধীর দাস

সাহিত্যে আগমন
                                
আমরা কাঁচা,
হয়নি এখনও পরিপক্ক,
সবেমাত্র হাতে কড়ি।

ভুল হলে মাফ করো,
ভালোবেসে শুধরে দাও।

আমরা সাহিত্য বিষয়ে অজ্ঞ,
সাহিত্যে বিষারদ নই,
তবুও সাহিত্যই আমাদের অহংকার।
আমরা নতুন, আমরা নবীন,
আমরাও স্বাধীন।
সাহিত্যের দ্বারে রেখেছি পা 
হবো ইচ্ছে একদিন সাহিত্যের সেনা।

চাই সান্নিধ্য গুরজনের, চাই সান্নিন্য বিজ্ঞের,
চাই সান্নিধ্য সাহিত্য সম্রাটের।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...