Monday, June 28, 2021

সুধীর দাস

সাহিত্যে আগমন
                                
আমরা কাঁচা,
হয়নি এখনও পরিপক্ক,
সবেমাত্র হাতে কড়ি।

ভুল হলে মাফ করো,
ভালোবেসে শুধরে দাও।

আমরা সাহিত্য বিষয়ে অজ্ঞ,
সাহিত্যে বিষারদ নই,
তবুও সাহিত্যই আমাদের অহংকার।
আমরা নতুন, আমরা নবীন,
আমরাও স্বাধীন।
সাহিত্যের দ্বারে রেখেছি পা 
হবো ইচ্ছে একদিন সাহিত্যের সেনা।

চাই সান্নিধ্য গুরজনের, চাই সান্নিন্য বিজ্ঞের,
চাই সান্নিধ্য সাহিত্য সম্রাটের।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...