প্রত্যাশাকাব্য
বড্ড ইচ্ছে করে
তোমার সাথে হাঁটতে।
ভেজা ঘাসগুলোয় দিশেহারা পথে,
তোমার হাতটি ধরে হাঁটতে।
চলন্ত পথে ছিড়ে যাওয়া আমার নপূর,
তুমি আবার পড়িয়ে দিতে!
বড্ড ইচ্ছে করে
তোমার পাশে বসে, কথা বলতে
মনের গহীনে অগোছালো কথাগুলো
তোমার কন্ঠে গুছিয়ে দিতে।
সারাদিন ব্যাস্ততার ক্লান্তি
মুছিয়ে দিতে, তোমার কোলে মাথা রাখতে।
বড্ড ইচ্ছে করে
তোমার সাথে হাসতে।
চুমুক দেওয়া সন্ধ্যার চায়ের কাপটি,
তুমি বদলে দিতে।
সিরিয়াল আর খেলার মাঝে,
রিমোট নিয়ে মিষ্টি ঝগড়া করতে।
বড্ড ইচ্ছে করে
তোমায় ভালোবাসতে।
নিশিতের অন্ধকারে চন্দ্রিমার আলোয়
বাঁধা আমার চুল গুলো,
যদি তুমি খুলে দিতে।
খোলা আকাশের নিচে
আমার হাত ধরে,
তোমার ঠোঁটের স্পর্শ
রোমান্টিকতার গভীর সাগরে,
ভাসিয়ে নিয়ে যেতে।
No comments:
Post a Comment