শ্রাবণে ঝড় ঝড় বৃষ্টি নামে,
বর্ষার আগমনে।
কৃষক বন্ধু মাঠে যায়,
মুখে হাসি,বুক ভরা আশ্বাসে।
ফসল হবে,এবার ভেবে
লাঙল টানে ঘাম ঝরিয়ে আপ্রাণে।
সবাই যখন ঘুমন্ত চোখে
কৃষক তখন ক্ষেতের বুকে ঘাম ঝরিয়ে ফসল কাটে।
Subscribe to:
Post Comments (Atom)
উর্মি সাহা
মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...
-
আজ আশ্বিনের শেষ কার্তিকের শুরু এই দিনটা বিশেষ ভাবে বিশেষ, বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। জানি না বাংলার বাইরেও এইভাবে বিশেষ হয়ে উঠেছে কিন...
-
মূক ফেনীর মুখর পাঁচালি একটি বহুল প্রচারিত বাংলা প্রবাদ ‘ভাগের মা গঙ্গা পায়না’ ৷ প্রবাদটির মধ্য দিয়ে মায়ের অসহায়ত্বের যন্ত্রণাটিই ব্যক্ত হয়ে...
No comments:
Post a Comment