Monday, June 28, 2021

বর্ষা দে

কৃষক বন্ধু

শ্রাবণে ঝড় ঝড় বৃষ্টি নামে,
বর্ষার আগমনে।
কৃষক বন্ধু মাঠে যায়,
মুখে হাসি,বুক ভরা আশ্বাসে।
ফসল হবে,এবার ভেবে
লাঙল টানে ঘাম ঝরিয়ে আপ্রাণে।
সবাই যখন ঘুমন্ত চোখে
কৃষক তখন ক্ষেতের বুকে ঘাম ঝরিয়ে ফসল কাটে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...